শালীন পোশাক পরুন
নারীদের নানামুখী হয়রানি থেকে বাঁচতে তাদেরকে শালীন
পোশাক পরার আহ্বান জানিয়েছে চীনের শাংহাই মেট্রো। কিন্তু তাদের এ আহ্বানের
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নারীরা। তারা বলেছে, ইচ্ছেমতো সেজে বাইরে বের
হওয়ার অধিকার তাদেরও রয়েছে। মিউনিসিপ্যাল সাবওয়ে কর্তৃপক্ষ নারীদের প্রতি
শালীন পোশাক পরার আহ্বান জানিয়ে বলেছিল, আঁটসাঁট পোশাক নিপীড়নকারীদের
দৃষ্টি আকর্ষণ করে। তাই এ ধরনের পোশাক পরিহার করা উচিত। এর জবাবে ক্ষুব্ধ
হয়ে উঠেছেন নারীরা। তারা বিভিন্ন স্থানে ব্যানারও টানিয়ে দিয়েছেন। একটি
ব্যানারে বলা হয়েছে, আমি যেমন খুশি তেমন পোশাক পরবো। কিন্তু তাই বলে কেউ
আমাকে হয়রানি করতে পারবে না। কেউ কেউ আবার বলেছেন, ভারি কাপড় পরলেও
নিপীড়নকারীদেরকে নিবৃত করা যাবে না। সাবওয়ে কর্তৃপক্ষের পরামর্শের
প্রতিবাদে রোববার নারীরা নিজেদের মাথা ও মুখে কালো কাপড় বেঁধে মেট্রোর
কম্পার্টমেন্ট এবং প্লাটফর্মে বিক্ষোভ করেছে। তবে মেট্রো কোম্পানির পক্ষে
অনেকেই বলেছেন, নারীদের মঙ্গলের জন্যই এ ধরনের পরামর্শ দেয়া হয়েছিল।
No comments:
Post a Comment