পুরুষে-পুরুষে বিয়ে, প্রথম সমকামী মার্কিন কংগ্রেস সদস্য বারনি

দীর্ঘদিন আগে তাদের দেখাশোনা। তারপর থেকে চলছে চুটিয়ে
প্রেম। কোন রাখঢাক নেই। একেবারে প্রকাশ্যে। নির্বাচনী তহবিল সংগ্রহের এক
অনুষ্ঠানে তাদের দেখা হয়েছিল ২০০৫ সালে। তারপর থেকেই যুক্তরাষ্ট্রের
ডেমোক্রেট দলের রিপ্রেজেন্টেটিভ বারনি ফ্রাঙ্ক ও কার্পেন্টার জিম রেডির
প্রেম। কিন্তু এবার তারা সেই প্রেমকে বাস্তবে রূপ দিলেন। তারা বিয়ে করে
ফেললেন। কেউ ভাবতে পারেন- প্রেম, তারপর বিয়ে। এতো স্বাভাবিক বিষয়। কিন্তু
বারনি ফ্রাঙ্ক ও জিম রেডির বিয়ে ব্যতিক্রম। তারা দু’জনেই পুরুষ। তাদের
মধ্যে ২০০৫ সাল থেকে চলছে সমকামিতা। সমকামী সেই দুই পুরুষ বিয়ে করেছেন বলে
বিশ্বমিডিয়ায় চলছে তোলপাড়। তাও তারা যে-সে নন, তারা যুক্তরাষ্ট্রের
কংগ্রেসের নিম্ন কক্ষ বলে পরিচিত প্রতিনিধি পরিষদের সদস্য। এজন্যই আলোচনাটা
এত বেশি। ওই সমকামী দম্পতির মধ্যে বারনি ফ্রাঙ্ককে বিয়ে করেছেন জিম রেডি।
অর্থাৎ জিম রেডি হলেন স্বামী। বারনি ফ্রাঙ্ক স্ত্রী। জিমের বয়স ৪২ বছর।
ফ্রাঙ্কের বয়স ৭২ বছর। তারা শনিবার ম্যাসাচুসেটসটের নিউটনে বিবাহ বন্ধনে
আবদ্ধ হলেন। চার্লস নদীর পাড়ে ওই বিয়েতে তেমন জাঁকজমক ছিল না। এতে উপস্থিত
ছিলেন ম্যাসাচুসেটসের গভর্নর ডেভাল এল. প্যাট্রিক। অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি, সিনেটর জন কেরি
এবং প্রতিনিধি ডেনিস জে. কুচিনিচ ও স্টেনি এইচ. হোয়ার। সমকামী দম্পতীর
মধ্যে বারনি ফ্রাঙ্ক ১৯৮৭ সালে ম্যাসাচুসেটসের ডেমোক্রেট নেতা নির্বাচিত
হন। কংগ্রেসে তিনিই প্রথম সমকামী নেতা। তিনি বিয়ে করতে পেরে তো খুশিতে
আটখানা। তারা ২০০৫ সালের সেই অর্থ সংগ্রহের অনুষ্ঠানের সময় সাক্ষাতের কথা
স্মরণ করে অভিভূত হন- যেমনটা হন প্রেমিক-প্রেমিকা। তাদের দেখা হয়েছিল ৫
মিনিটেরও কম সময়। এরই মধ্যে তারা একে অন্যকে ভালবেসে ফেলেছিলেন। তবে শনিবার
বিয়ের পরও তারা বলেছেন, তারা একে অন্যকে ভালবেসে যাবেন।
No comments:
Post a Comment