Tuesday, July 10, 2012

স্তন ক্যান্সারের সহজ অপারেশন

স্তান ক্যান্সারে আক্রান্ত নারীরা বড় ধরনের অপারেশনের হাত থেকে রক্ষা পাবেন। এর জন্য বিজ্ঞানীরা মাত্র ১০ মিনিটের একটি অপারেশন পদ্ধতি আবিষ্কার করেছেন। ভারতের একটি অনলাইন ট্যাবলয়েড পত্রিকা এ খবর দিয়ে আরও জানায়, রোগিরা যখন লোকাল এনেস্থেসিয়া বা অঙ্গবিশেষ অবস অবস্থায় অবস্থায় থাকবেন তখন পেন্সিল আকৃতির একটি একটি যন্ত্র টিউমারের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাতে তরল নাইট্রোজেন ঢেলে দেয়া হবে। এর ফলে টিউমারটি একটি গলিত বলের মতো আকৃতি ধারণ করবে এবং তা কয়েক সেকেন্ডের মধ্যে বের করে আনা হবে। ফলে রোগিরা বাড়ি চলে যেতে পারবেন। বর্তমানে এক্ষেত্রে অপারেশনের যে পদ্ধতি আছে তাতে স্তন ক্যান্সারের বিশেষ করে টিউমারের অপারেশনে ৩ ইঞ্চি পরিমাণ ত্বক কাটা হয়। তাতে স্থায়ী একটি দাগ পড়ে। কিন্তু নতুন পদ্ধতিতে স্তনের টিউমার যখন নাইট্রোজেন দিয়ে গলিয়ে ফেলা হবে তখন সেখানকার মৃত কোষগুলোকে শরীরের অন্যান্য অংশ টেনে নিয়ে স্বাভাবিক উপায়ে দেহ থেকে বের করে দেবে। এতে স্তন থাকবে সুগঠিত। এমন চিকিৎসা করেছেন এমন এক চিকিৎসক বলেছেন, নতুন এ প্রযুক্তিতে অপারেশনের পর রোগিরা বাড়ি চলে যান। তবে তাদের স্তনে কমই দাগ দেখা যায়। এ চিকিৎসা এ বছরের শেষের দিকে শুরু হবে বৃটেনে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে ব্রিজপোর্ট হাসপাতালের ডা. অ্যানড্রু কেনলার বলেছেন, একবার কোন রোগি এ চিকিৎসা করালে তিনি স্বীকার করবেন এটা একটি চমৎকার পদ্ধতি। এ পদ্ধতিতে আমরা টিউমারের বায়োপসি করে কয়েক মিনিটের মধ্যেই তার চিকিৎসা দিই। কয়েক দিন পরে আর বোঝাই যায় না কোথায় অপারেশন করা হয়েছে।

No comments:

Post a Comment