Saturday, August 18, 2012

আসাম দাঙ্গায় বাংলাদেশ জড়িত নয়: এনসিএম

আসাম সহিংসতায় সেখানে বসবাসকারী বাংলাদেশী অভিবাসীরা দায়ী নয়। স্থানীয় বোরো উপজাতি ও মুসলমানদের মধ্যকার দ্বন্দ্বের ফলে সেখানে দাঙ্গার সৃষ্টি হয়েছে। এ কথা বলেছে, ন্যাশনাল কমিশন ফর মাইনোরিটিস (এনসিএম)। ওই দাঙ্গায় যখন বাংলাদেশকে জড়িত করে বিজেপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো ভারতের রাজনীতিকে উত্তাল করার চেষ্টা করছে, তারা দাঙ্গাকে উসকে দেয়ার চেষ্টা করছে তখনই এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে এনসিএম। শুধু তারাই নয়, শুরু থেকেই আসাম দাঙ্গায় বাংলাদেশ জড়িত নয় বলে জোর দিয়ে বলে আসছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এনসিএম চেয়ারম্যান ওয়াজাহাত হাবিবুল্লাহ বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, তারা এ বিষয়ক রিপোর্ট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এরপর তিনি পিটিআই’কে বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন- তিনি রিপোর্ট পেয়েছেন। তিনি বলেছেন, আসামে যে দাঙ্গা চলছে তাতে বাংলাদেশী অভিবাসীরা জড়িত নয়। এ দাঙ্গা হলো আসামের খ্রীস্টান বোরো উপজাতি ও মুসলমানদেও মধ্যে। তবে রিপোর্টে স্বীকার করা হয়, কোন কোন সীমান্তের ফাঁকফোকড় দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারী প্রবেশ কওে থাকে মাঝেমধ্যে। কিন্তু এই দাঙ্গায় বাংলাদেশীদের জড়িত থাকার কোন তথ্য মেলেনি। তিনি বলেন, মুসলমানরা দাঙ্গার সময় যখন বাড়িঘর ছেড়ে পালিয়েছেন তখনই সেখানে লুটপাট করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য এনসিএম একটি প্যানেল গঠন করে। তারা তাদেও বক্তব্য আসামের মুখ্যমন্ত্রীর কাছে তুলে দিয়েছেন।

No comments:

Post a Comment