Wednesday, August 8, 2012

গরিবদের ১৩৬ কোটি রিয়াল সহায়তা সৌদি বাদশার

যেসব গরিব মানুষ সামাজিক বীমা খাতে অন্তর্ভুক্ত আছেন রমজান মাসের প্রয়োজন মেটানোর জন্য তাদেরকে ১৩৬ কোটি সৌদি রিয়াল (প্রায় ৩ হাজার কোটি টাকা) সহায়তা দেয়ার জন্য আদেশ দিয়েছেন সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ। সোশ্যাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী ইউসুফ আল উসাইমিন বলেছেন, সামাজিক নিরাপত্তা একাউন্টে জমা হওয়ার পর শিগগিরই উপকারভোগীদের কাছে সহায়তার অর্থ পৌঁছে দেয়া হবে। মন্ত্রী বলেছেন, বাদশার মানবিক সহায়তা ও রাজকীয় সহায়তা পেয়ে থাকেন বৃদ্ধ, বিধবা, এতিম, ডিভোর্সপ্রাপ্ত ও ছিন্নমূল মানুষেরা। দিকে গালফ অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম ও বাস্তুচ্যুত সিরিয়ানদের বিশেষ সহায়তা করায় সৌদি বাদশার প্রশংসা করেছে ইউনেস্কো। ইউনেস্কোর গালফ অঞ্চলের প্রতিনিধি ইবরাহিম আল জেইক এক বিবৃতিতে বলেছেন, ইউনিসেফ ও সৌদির পরস্পর সহায়তা অনেক ক্ষেত্রেই শিশুদের রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

No comments:

Post a Comment