Saturday, August 25, 2012

দি সানের প্রথম পাতায় হ্যারির নগ্ন ছবি

Taken from: http://www.mzamin.com/details.php?nid=MTkxNzI=&ty=MA==&s=MjE=&c=MQ==
বৃটেনের রাজ পরিবারের আপত্তি উপেক্ষা করে দি ডেইলি সান রাজ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকার প্রিন্স হ্যারির লাসভেগাসের স্ট্রিপ পার্টির নগ্ন ছবি প্রথম পাতায় প্রকাশ করেছে। এর কারণ হিসেবে সান এ বিষয়টি ‘সংবাদ পত্রের স্বাধীনতা’র বিষয়ে পরিণত হয়েছে বলে উল্লেখ করেছে। প্রিন্স হ্যারির প্রাইভেসির প্রতি সম্মান জানিয়ে প্রেস কমপ্লেইনস কমিশনের মাধ্যমে সেন্ট জেমস’স প্যালেস বৃটেনের পত্রপত্রিকাতে হ্যারির ওই ছবি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের ভিত্তিক সেলিব্রেটি গসিপ ওয়েবসাইট টিএমজেড হ্যারির ওই ছবি প্রথম প্রকাশ করার পর বৃটেনের বাইরের বিভিন্ন সংবাদ সংস্থা ফলাও করে তা প্রকাশ করেছে। দি সান বলেছে, তাদের যে লাখ লাখ পাঠক রয়েছে এবং যাদের ইন্টারনেট সুবিধা নেই তাদের প্রতি লক্ষ্য রেখেই এ ছবি প্রকাশ করছেন। সানের ওয়েবসাইটে এর ব্যবস্থাপনা সম্পাদক ডেভিড ডিনসমোর এক ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে ব্যাখ্যায় দিয়ে বলেছেন, এ ছবি প্রকাশের সিদ্ধান্তের বিষয়টি মোটেও হালকাভাবে গ্রহণ করা হয়নি। তিনি বলেন, সান একটি দায়িত্বশীল পত্রিকা। এটা রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমরা রাজপরিবারের ইচ্ছেকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করি। তিনি বলেছেন, আমরাও প্রিন্স হ্যারি ভীষণ ভক্ত। তিনি দেশ এবং সেনাবাহিনীর ভাবমূর্তির জন্য অনেক মহৎ কাজ করছেন।  আমরা ক্ষণিকের জন্যও তার উত্তরাধিকারকে নিচু করতে চাই না। আমাদের কাছে ছবি প্রকাশের বিষয়টি সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, পরিস্থিতি এখন অত্যন্ত হাস্যকর অবস্থায় এসে দাঁড়িয়েছে। সারা বিশ্বের কোটি কোটি মানুষ যেখানে ছবিটি দেখতে পাচ্ছে তখন দেশের জনপ্রিয় একটি পত্রিকার পাঠকরা সেটা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। হ্যারির দুটো ছবির একটি সানের প্রথম পাতায় প্রকাশ করে শিরোনাম দেয়া হয়েছে- ‘ঐবরৎ রঃ রং’ এবং সম্পাদকীয়তে এটা প্রকাশের ব্যাখ্যা দেয়া হয়েছে। শুক্রবারের আগে বৃটেনের জনগণ পত্রিকাতে হ্যারির লাসভেগাস হোটেলের ঘটনা পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু ছবি দেখতে হলে তাদেরকে ইন্টারনেটের আশ্রয় নিতে হয়েছে।  সেন্ট জেমস’ প্যালেসের একজন মুখপাত্র বলেছেন, হ্যারির প্রাইভেসির প্রশ্নে আমরা আমাদের বক্তব্য দিয়েছি। পত্রিকাগুলো স্বায়ত্বশাসিত। তাই এ ধরনের ছবি প্রকাশের সিদ্ধান্ত সর্বোপরি সম্পাদকের ওপরই বর্তায়।    

No comments:

Post a Comment