Thursday, October 4, 2012

শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনে হামলা


রামুতে বৌদ্ধ বসতি ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনে হামলা হয়েছে। গতকাল স্থানীয় বৌদ্ধরা ওয়াড প্লেস এলাকায় অবস্থিত হাই কমিশনে এ হামলা চালায়। তারা ইটপাটকেল ও পানির বোতল ছুড়তে থাকে হাই কমিশনে। এতে হাই কমিশনের বাইরের দরজা, জানালার কাচ ভেঙে যায়। এ ছাড়া  কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায় নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। আগে থেকেই নিরাপত্তার জন্য হাই কমিশনে পুলিশি প্রহরা ছিল। ফলে হামলাকারীরা ভিতরে প্রবেশ করতে পারেনি। কক্সবাজারের রামুতে বৌদ্ধদের মঠে হামলার প্রতিবাদে স্থানীয় বোদু বালা সেনা ও তাদের সমর্থকরা গতকাল বিকালে স্বারকলিপি দিতে যায় বাংলাদেশ হাই কমিশনে। এরই এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাদের একটি অংশ। তারা অকস্মাৎ দূতাবাস লক্ষ্য করে ইটপাটকেল ও পানির বোতল ছুড়তে থাকে। ঘটনাস্থল থেকে বার্তা সংস্থা রয়টার্সের স্থানীয় প্রতিনিধি শিহার মানবজমিনকে জানান, বাংলাদেশ স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ হামলা হয়। প্রায় এক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী বাংলাদেশ হাই কমিশনের বাইরে বিক্ষোভ করেন। তারা এক পর্যায়ে দূতাবাসে ঢিল ছুঁড়ে হামলা চালান। ঢিলের আঘাতে দূতাবাসের বাইরের দরজা জানালার কাচ ভেঙ্গে যায়। তবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পর সেখানে পুলিশ সদস্যরা হাই কমিশনের নিরাপত্তা দিচ্ছেন। ওদিকে পুলিশ বলেছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করা হবে।

No comments:

Post a Comment