বড় হাতের অক্ষরে লেখা প্ল্যাকার্ডটি গলায় ঝুলিয়ে নিজ মনে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে প্রেয়সীর জন্য দৃষ্টি আকর্ষণ করছেন সবার। প্রথম দেখে কৌতুক মনে হলেও ম্যাক বলছেন, এটা কোন কৌতুক নয়। সত্যিকার অর্থেই নিজের জন্য পাত্রী খুঁজছেন। তিনি জানান, মানুষ ২০-২৫ বছর বয়সে বিয়ের জন্য পাত্রী খোঁজেন। তবে আমি চাইছি একটা সাহচর্য। প্রথম জীবনে বয়স মাত্র ৪০ বছর হওয়ার আগেই তিনটি বিয়ে করেন ম্যাক। একে একে সব স্ত্রীই তাকে ডিভোর্স দিয়ে চলে যান। ফলে এখন তিনি খুবই সতর্ক। এক সময়ে বিশ্ব ভ্রমণ করা ম্যাক পুরনো ভুল আর করবেন না বলে জানান। যৌবনকালে বেশি আবেগপ্রবণ ছিলেন। কিন্তু এখন তিনি জানেন সম্পর্ক রক্ষায় কি কি কাজ করা উচিত। ডেইলি মেইলকে ম্যাক জানান, নিজের জন্য একটি পাত্রী খুঁজে পাচ্ছিলেন না বহুদিন ধরে। গত মাসে সামারিটান আঞ্চলিক মেডিকেল সেন্টারে সাদা চুলের এক বৃদ্ধ স্বেচ্ছাসেবী তাকে অভিনব এই পদ্ধতি অবলম্বনের পরামর্শ দেন। পরে একই বয়সী আরেকজন স্বেচ্ছাসেবীও একই পরামর্শ দিলে বিষয়টি মনঃপূত হয় তার। স্বেচ্ছাসেবীরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, কি সহায়তা প্রয়োজন। জবাবে একজন স্ত্রী দরকার জানালে স্ত্রী খুঁজে নেয়ার অভিনব পদ্ধতিটি বাতলে দেন তারা। পরে নিজের সাদামাটা পছন্দ বইপ্রেমী ও কৌতুকপ্রেমী স্ত্রী খুঁজতে পরামর্শমতো গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন ম্যাক। বৃটেনের বার্ভালিসে বাস করা বই বিক্রেতা ম্যাক জানান, তার অভিনব বিজ্ঞাপনে সাড়া পড়েছে। বিভিন্ন বয়সের নারীরা তার সঙ্গে কথা বলা শুরু করেছেন। স্ত্রী খুঁজে পেতে সহায়তা করার আশ্বাস দিয়েছেন অনেকে। অনেকে ম্যাকের সঙ্গে ছবি তুলছেন। এর মধ্যে দুই মহিলা তার সঙ্গে নিয়মিত লাঞ্চ করতে আসার ওয়াদা দিয়েছেন। তবে কি একাধিক হবু স্ত্রী বাজিয়ে দেখতে চাইছেন বিশ্বভ্রমণকারীকে। বর্তমানে টুকটাক গল্প লেখা ও বই বিক্রি করে বেশ আয় হয় তার। ফলে সংসার চালাতে কোন সমস্যা নেই। আধুনিক যুগের ম্যাক প্রাচীন নিয়মে বিশ্বাস করেন। ফলে লেখালেখি হাতেই করেন। বাকি জীবনও চ্যাট নয় গল্প করেই হবু স্ত্রীর সঙ্গে জীবন কাটাতে চান তিনি।
Thursday, December 20, 2012
পাত্রী চাই-অভিনব বিজ্ঞাপন বৃদ্ধের
বড় হাতের অক্ষরে লেখা প্ল্যাকার্ডটি গলায় ঝুলিয়ে নিজ মনে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে প্রেয়সীর জন্য দৃষ্টি আকর্ষণ করছেন সবার। প্রথম দেখে কৌতুক মনে হলেও ম্যাক বলছেন, এটা কোন কৌতুক নয়। সত্যিকার অর্থেই নিজের জন্য পাত্রী খুঁজছেন। তিনি জানান, মানুষ ২০-২৫ বছর বয়সে বিয়ের জন্য পাত্রী খোঁজেন। তবে আমি চাইছি একটা সাহচর্য। প্রথম জীবনে বয়স মাত্র ৪০ বছর হওয়ার আগেই তিনটি বিয়ে করেন ম্যাক। একে একে সব স্ত্রীই তাকে ডিভোর্স দিয়ে চলে যান। ফলে এখন তিনি খুবই সতর্ক। এক সময়ে বিশ্ব ভ্রমণ করা ম্যাক পুরনো ভুল আর করবেন না বলে জানান। যৌবনকালে বেশি আবেগপ্রবণ ছিলেন। কিন্তু এখন তিনি জানেন সম্পর্ক রক্ষায় কি কি কাজ করা উচিত। ডেইলি মেইলকে ম্যাক জানান, নিজের জন্য একটি পাত্রী খুঁজে পাচ্ছিলেন না বহুদিন ধরে। গত মাসে সামারিটান আঞ্চলিক মেডিকেল সেন্টারে সাদা চুলের এক বৃদ্ধ স্বেচ্ছাসেবী তাকে অভিনব এই পদ্ধতি অবলম্বনের পরামর্শ দেন। পরে একই বয়সী আরেকজন স্বেচ্ছাসেবীও একই পরামর্শ দিলে বিষয়টি মনঃপূত হয় তার। স্বেচ্ছাসেবীরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, কি সহায়তা প্রয়োজন। জবাবে একজন স্ত্রী দরকার জানালে স্ত্রী খুঁজে নেয়ার অভিনব পদ্ধতিটি বাতলে দেন তারা। পরে নিজের সাদামাটা পছন্দ বইপ্রেমী ও কৌতুকপ্রেমী স্ত্রী খুঁজতে পরামর্শমতো গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন ম্যাক। বৃটেনের বার্ভালিসে বাস করা বই বিক্রেতা ম্যাক জানান, তার অভিনব বিজ্ঞাপনে সাড়া পড়েছে। বিভিন্ন বয়সের নারীরা তার সঙ্গে কথা বলা শুরু করেছেন। স্ত্রী খুঁজে পেতে সহায়তা করার আশ্বাস দিয়েছেন অনেকে। অনেকে ম্যাকের সঙ্গে ছবি তুলছেন। এর মধ্যে দুই মহিলা তার সঙ্গে নিয়মিত লাঞ্চ করতে আসার ওয়াদা দিয়েছেন। তবে কি একাধিক হবু স্ত্রী বাজিয়ে দেখতে চাইছেন বিশ্বভ্রমণকারীকে। বর্তমানে টুকটাক গল্প লেখা ও বই বিক্রি করে বেশ আয় হয় তার। ফলে সংসার চালাতে কোন সমস্যা নেই। আধুনিক যুগের ম্যাক প্রাচীন নিয়মে বিশ্বাস করেন। ফলে লেখালেখি হাতেই করেন। বাকি জীবনও চ্যাট নয় গল্প করেই হবু স্ত্রীর সঙ্গে জীবন কাটাতে চান তিনি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment