Tuesday, December 29, 2015

৬ মাস বেতন নেই, সৌদি কোম্পানির বিরুদ্ধে মামলা


সৌদি আরবের জুবেইলে একটি কোম্পানি তার শ্রমিকদের ছয় মাসের বেতন পরিশোধ করে নি। এ জন্য ওই কোম্পানির বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন দুর্ভোগে থাকা শ্রমিকরা। শ্রম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা থাকা সত্ত্বেও ওই কোম্পানি শ্রমিকদের মজুরি পরিশোধ করছে না। এতে মারাত্মক দুর্ভোগে ভুগছেন তারা ও দেশে থাকা তাদের পরিজন। এসব শ্রমিকের মধ্যে কোন বাংলাদেশী আছেন কিনা তা জানা যায় নি। গতকাল এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। তবে কোম্পানির নাম প্রকাশ করা হয় নি। এতে বলা হয়, ছয় মাসে ওই কোম্পানির মোট বেতন বকেয়া পড়েছে সাত লাখ রিয়াল। এ বিষয়ে প্রমাণপত্রও দেখেছে সৌদি গেজেট। এরই প্রেক্ষিতে কোম্পানির ৩৪ জন শ্রমিক ওই মামলা করেন। কিন্তু অন্য শ্রমিকরা অনেকেই চাকরি বদল করে অন্য স্থানে চলে গিয়েছেন। কেউবা যার যার দেশে ফিরে গিয়েছে। কাউকে দৌড়ের ওপর রেখেছে ওই কোম্পানি। তারা কোন কোন শ্রমিককে জোর করে দেশে পাঠিয়ে দিয়েছে বলে দাবি করেছেন একজন শ্রমিক।  তিনি বলেছেন, আমরা কখনোই সময়মতো বেতন পাই না। ২০১৪ সালের মাঝামাঝি থেকে বেতন পান নি তিনি। এ জন্য বাধ্য হয়ে তিনি স্পন্সর পরিবর্তন করেছেন। এ নিয়ে তিনি ও তার সঙ্গীয় শ্রমিকরা শ্রম অফিসে অভিযোগ করেছেন। তার মতে, শ্রম অফিস এর পরে এ মামলা তদন্ত করতে তদন্তকারী দল পাঠায়। তখন তাদের স্পন্সর যত তাড়াতাড়ি সাব-কন্ট্রাক্টিং কোম্পানি থেকে পাওয়া যাবে তার সাপেক্ষে তা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারপর তা আর দেয় নি তারা। ওই শ্রমিক আরও বলেন, ওই কোম্পানিকে শাস্তি দেয়া হোক এমনটা চাই না আমরা। আমরা শুধু অধিকার চাই। আমাদের পরিবার আছে। তারা আমাদের আর্থিক সহয়তার জন্য অপেক্ষায় রয়েছে। এই শ্রমিকের পাওনার পরিমাণ ৫৫ হাজার ৬শ ৪৪ রিয়াল।

No comments:

Post a Comment