আজারবাইজানের সীমান্ত রক্ষীরা ৭ বাংলাদেশীকে আটক করেছে। ইরানের সঙ্গে আজারবাইজানের সীমান্ত অতিক্রমের সময় গত ১৯শে ডিসেম্বর তাদেরকে আটক করা হয়। গতকাল এ খবর দিয়েছে আজারবাইজানের বার্তা সংস্থা আজারি প্রেস এজেন্সি (এপিএ)। এতে আটক বাংলাদেশীদের নাম প্রকাশ করা হয় নি। তবে তাদের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, স্টেট বর্ডার সার্ভিস ও স্টেট সিকিউরিটি সার্ভিসের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। কারণ, তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিচ্ছিল। তারা ছিল একটি সংগঠিত অপরাধ চক্রের। তাদেরকে নিষ্ক্রিয় করা হয়েছে। ২৬শে ডিসেম্বরও কয়েকজন বাংলাদেশী ও ইরানি নাগরিককে আটক করা হয়েছে।
No comments:
Post a Comment