Sunday, January 17, 2016

আইএস সন্দেহে মালয়েশিয়ায় আটক ৪

কট্টরপন্থি সংগঠন আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে চার জনকে আটক করেছে মালয়েশিয়া। উদ্ধার করা হয়েছে আইএস গ্রুপের কিছু ডকুমেন্ট ও অস্ত্র। মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর এ কথা বলেছেন গতকাল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে আরও বলা হয়, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মুসলিম প্রধান মালয়েশিয়া রয়েছে উচ্চ সতর্কতায়। খালিদ আবু বকর এক টুইটার বার্তায় বলেছেন, শুক্রবার একটি ট্রেন স্টেশন থেকে এক সন্দেহভাজনকে আটক করেছে দুর্নীতি বিরোধী ইউনিট ই৮ সিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আইএস ডকুমেন্ট ও অস্ত্র। ওই ট্রেন স্টেশনটি পেট্রোনাস টাওয়ারের কাছেই। সেখানে রয়েছে বিদেশীদের বেশ কিছু শপিং মল। পরে দুর্নীতি বিরোধী সংস্থার সহকারী পরিচালক আয়ুব খান মাইদিন পিচটে নিশ্চিত করেন তারা সন্দেহজনক ওই ব্যক্তির বাসভবন থেকে একটি ছুরি ও আইএস সংশ্লিষ্ট বেশ কিছু ডকুমেন্ট উদ্ধার করেছেন। এক বিবৃতিতে খালিদ বলেছেন, আটক ওই ব্যক্তি ২৮ বছর বয়সী মালয়েশিয়ান। সে আত্মঘাতী একটি হামলার পরিকল্পনা করছিলেন। এ কথা সে স্বীকার করেছেন। হামলা চালানোর জন্য সিরিয়া থেকে আইএসের নির্দেশনার জন্য অপেক্ষা করছিল সে। পুলিশ প্রধান আরও বলেছেন, ১১ই জানুয়ারি আইএস সংশ্লিষ্ট সন্দেহে তিন মালয়েশিয়ানকে আটক করা হয়েছে। তাদেরকে তুরস্ক থেকে দেশে ফেরত পাঠানো হয়। প্রথমে তাদেরকে তুরস্কে আটক করা হয়েছিল। কারণ, তারা সীমান্ত পেরিয়ে সিরিয়া গিয়ে আইএসে যোগ দেয়ার পরিকল্পনা করেছিল তারা। এ সপ্তাহে স্থানীয় মিডিয়া খবর দিয়েছে যে, মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সুপার মার্কেটে অস্ত্রের ভয় দেখিয়েছিল ১৬ বছর বয়সী একটি বালক। সে জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে মনে করা হয়। খালিদ আবু বকর বলেন, তদন্তে দেখা যায়, ওই বালকটি সামাজিক মিডিয়ার মাধ্যমে আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ হয়ে ওঠে।

No comments:

Post a Comment