Sunday, January 17, 2016

তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন সাই

তাইওয়ানে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাই ইং-ওয়েন। ক্ষমতাসীন কেএমটি দলের প্রার্থী এরিক চু পরাজয় মেনে নিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির প্রার্থী। গতকাল নির্বাচন শেষে অধেকের বেশি ভোট গণনায় দেখা গেছে তিনি শতকরা ৫৮ দশমিক এ ভাগ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাইওয়ানের এফটিভি এ বিষয়ে পোলিং স্টেশন থেকে সরাসরি ফল সম্প্রচার করছিল। তাতে দেখা যায়, সাই ইং-ওয়েনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় শতকরা ৩২ দশমিক ৫ ভাগ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এরিক চু। বর্ষীয়ান রক্ষণশীল দল পিপল ফার্স্ট পার্টির প্রার্থী জেমস সুং শতকরা ৯ দশমিক ৪ ভাগ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। চীনপন্থি দল কেএমটি তাইওয়ানে ক্ষমতায় ছিল গত আট বছর। তার ইতি ঘটালেন সাই। পার্লামেন্টেও যদি ডিপিপি পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে সাই জোরালো ম্যান্ডেট পাবেন।

No comments:

Post a Comment