Sunday, January 17, 2016

সুজাই কি বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ!

দাবি যদি সত্যি হয় তাহলে ব্রাজিলের জোয়াও হোয়েলহো ডি সুজা বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ। ব্রাজিলের সরকারি কিছু কর্মকর্তা তার কিছু ছবি প্রকাশ করেছে। সঙ্গে তার জন্ম সনদও প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী তার জন্ম ১৮৮৪ সালের ১০ই মার্চ। এ দাবি যাচাই করা হয়নি কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তবে তার দাবি সত্যি হলে সুজার এখনকার বয়স ১৩১ বছর। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বয়সী মানুষ হলেন ইয়াসুতারো কোইডি। তার চেয়ে ১৯ বছরের বড় সুজা। ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী মানুষ ছিলেন জোনি কালমেন্ট। তার চেয়ে সুজা ৯ বছরের বড়। এই বয়সী মানুষটি থাকেন এক্রে রাজ্যে। সেখানকার মেরুওকা শহরে তার জন্ম। এ শহরটি এক্রে থেকে ২০০০ মাইল পূর্বে। মি. ডি সুজার মেয়ে বলেছেন, বিশেষজ্ঞরা তার সব প্রমাণপত্র যাচাই করেছে। সরকারি এক কর্মী নিয়মিত তাকে দেখতে যান, তিনি কেমন আছেন। তার পেনশনের টাকাটাও পৌঁছে দেয়া হয়। তারাই এখন রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন যে, মি. সুজাকে গিনেস বুক অব রেকর্ডে ঠাঁই করে দেয়ার ব্যবস্থা নিতে। ব্রাজিলের পত্রিকাগুলো বলছে, তিনি এখন বসবাস করছেন ৬২ বছর বয়সী এক স্ত্রীর সঙ্গে। সঙ্গে আছে ১৬ বছর বয়সী এক নাতনী। সুজার এক মেয়ের নাম সিরলেনে সুজা। তার বয়স ৩০ বছর। এর অর্থ যখন সিরলেনে জন্মগ্রহণ করেন তখন তার পিতা সুজার বয়স ছিল ১০১ বছর। 

No comments:

Post a Comment