Thursday, June 7, 2012

সুন্দরী হওয়ার খেসারত

 টিনএজ এপ্রিল স্পাইলম্যানের (১৫) অনেক দিনের স্বপ্ন ছিল নিজের প্রিয় চরিত্র টিঙ্কারবেলের মতো সেজে চমকে দিবেন তার বয়ফ্রেন্ডকে। স্মরণীয় করে রাখতে প্রথম ডেটিং করবেন ডিসনি ওয়ার্ল্ডে। যেই ভাবা সেই কাজ। একমাস সময় নিয়ে ড্রেস বাছাই করেছেন।  ভোর চারটায় ঘুম থেকে উঠে মনের মতো করে সেজেছেন স্পাইলম্যান। দু’ঘণ্টা ধরে মেকাপ করেছেন। চুল সাজের পেছনে লাগিয়েছেন আরও এক ঘণ্টা। তারপর গেছেন ডিসনি ওয়ার্ল্ডের এনিমেল কিংডমে। আর তখনই বাঁধলো বিপত্তি। পোশাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে এই অভিযোগে তাকে সেখানে ঢুকতে দিলো না বেরসিক নিরাপত্তারক্ষী। দীর্ঘদিনের স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে দেখে কেঁদে ফেললেন স্পাইলম্যান। তিনি বলেন, এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। কর্মকর্তারা তাকে বলেছেন এনিমেল থিম পার্কের টিঙ্কারবেলের মতোই সুন্দর লাগছিল তাকে। ফলে অন্য শিশুরা তাকে সত্যিকারের টিঙ্কারবেল মনে করে বসবে তাই এ বাধা। গতকাল এ খবর দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, অনেকক্ষণ বাইরে অপেক্ষা করার পর কর্তৃপক্ষ তাকে একটি টি-শার্ট দিলে নিজের ড্রেস পরিবর্তন করে ওই টি-শার্ট পরে বয়ফ্রেন্ডকে নিয়ে ভেতরে ঢোকেন স্পাইলম্যান।

No comments:

Post a Comment