Friday, July 13, 2012

২০ নরপিশাচের কবলে এক যুবতী

ভারতের আসামে একাদশ শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে প্রকাশে যৌন নির্যাতন চালিয়েছে কমপক্ষে ২০ জনের একটি দল। ওই ছাত্রী সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের। ওই নির্যাতনের দৃশ্য ভিডিওতে ধারণ করে আবার অনলাইনে ছেড়ে দেয়া হয়েছে। তা ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার করছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ভারতের সেলিব্রিটিরা। তারা ফেসবুক ও টুইটারে এ নিয়ে মুখিয়ে উঠেছেন। এর মধ্যে আছেন হালের বহুল আলোচিত পুনম পাণ্ডে, অরবিন্দ স্বামী, কায়নাজ মতিবালা, চলচ্চিত্র রঞ্জিতা নন্দী প্রমুখ। আলোচিত ওই ঘটনাটি ঘটেছে আসামের গোয়াহাটিতে। আজকের দিনটি ভারতবাসীর কাছে বিশেষ করে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এ রকম একটি দু:সংবাদ নিয়ে এসেছে। তারা টিভি বা কম্পিউটার খুলে বসলেই দেখতে পেয়েছেন ওই যুবতীকে যৌন হয়রানির দৃশ্য। যারা ফেসবুক বা টুইটার ব্যবহার করেন তারা সঙ্গে সঙ্গে ওই ভিডিও ছড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে এর নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে। ফলে পুনম পাণ্ডে এই নিন্দা জানানোর মিছিলে শরিক হয়েছেন। তিনি টুইটারে লিখেছেন- মানবতার চলমান পথে এটি আরেকটি বড় ধরনের আঘাত। গোয়াহাটিতে সংঘটিত ওই ঘটনা ভিডিওতে দেখে আমি লজ্জিত। ভারতে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নিতে হবে। ‘রোজা’ অভিনেতা অরবিন্দ স্বামী লিখেছেন- গোয়াহাটির ঘটনা আমাদের কাছে লজ্জার। যখন ওই ঘটনা ঘটছিল তখন ক্যামেরাম্যানরা কোথায় ছিলেন? কাইনাজ মোতিবালা লিখেছেন- এ ঘটনার পর কি করে মাত্র ৩ জনকে গ্রেপ্তার করা হয়! যারা ঘটনা ঘটিয়েছে তারা তো ক্যামেরায় চেনামুখ। তারা হাসছে। তাদের শাস্তি দিন। চলচ্চিত্র প্রযোজক রঞ্জিতা নন্দী তার পোস্টে লিখেছেন, গোয়াহাটির নির্যাতিত মেয়ে কেউ বুঝবে না তোমার কি হবেছে, তোমার কি ক্ষতি হয়েছে, তোমার মানসিক অবস্থা কি। তুমি শক্ত হও। প্রার্থনা করো যেন সুবিচার পাও। পার্লামেন্ট সদস্যডেরেক ও’ব্রাইন বলেছেন- গোয়াহাটি, ব্যাঙ্গালোর বা পার্ক স্ট্রিটের জন্য এগুলো কোন একটি ঘটনা নয়। এটি আমাদের সবার জন্য লজ্জার।

No comments:

Post a Comment