Tuesday, September 18, 2012

সোয়াজিল্যান্ডের রাজার সম্মানে উন্মুক্তবক্ষ তরুণীদের নৃত্য


  সোয়াজিল্যান্ডের হাজার হাজার তরুণী খোলা বুকে রাজার সামনে প্যারেড করে নিজেদের সতীত্ব এবং ঐক্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। পূর্ণ নারী হিসেবে বিকশিত হওয়া এবং নিজেদের কুমারিত্বের বিষয়টি উদযাপনের লক্ষ্যে রোববার এবং সোমবার ঐতিহ্যবাহী উমলাঙ্গা রিড ড্যান্সের আয়োজন করা হয়। এর মাধ্যমে তারা নেচে গেয়ে রাজা এবং মহামান্য হস্তিনী বলে পরিচিত রাজমাতার প্রতি সম্মান জানিয়েছেন। আফ্রিকার সবচেয়ে দরিদ্র এবং রাজতন্ত্র শাসিত দেশে এ ধরনের অনুষ্ঠান আয়োজন নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা থাকলেও এতে অংশ নেয়া তরুণীরা সে সব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। এতে অংশগ্রহণকারী ১৮ বছর বয়সী সিবিনে ডলামিনি বলেছেন, আমি সোয়াজিল্যান্ডের একজন কুমারি হিসেবে এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে গর্বিত। রাজা এবং অন্য সবার সঙ্গে নিজেদের একাত্মতা প্রকাশ করতেই আমরা এ অনুষ্ঠানে যোগ দিয়েছি। প্রায় ডজন খানেক স্ত্রীর পতি এবং ২০০ মিলিয়ন ডলারের অধিপতি রাজা তৃতীয় মাসওয়াতির নিয়োগ করা প্রশাসন ২০০৯ সালের মন্দার পর দেউলিয়া হয়ে যাওয়ার পর রাজা তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। অর্থনৈতিক মন্দা সত্ত্বেও রাজ পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার কোন ইঙ্গিত পাওয়া যায়নি। অতীতে রাজা এ ধরনের অনুষ্ঠান থেকেই নতুন স্ত্রী নির্বাচন করতেন। এবারের অনুষ্ঠানেও বেশ কয়েকজন তরুণী রাজার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। রানী হওয়ার আশায় ৬০ কিলোমিটার দূরে থেকে এ অনুষ্ঠানে অংশ গ্রহণকারী ১৪ বছরের কিশোরী ফাকাজিলে ডলামিনি বলেছেন, আমি নির্বাচিত হলে খুব বিত্ত-বৈভবের মধ্য দিয়ে জীবন কাটাতে পারবো। নতুন রানীকে একটি বিএমডব্লিউ এবং প্রাসাদ দেয়া হয়। রাজ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বহু বিবাহ সোয়াজিল্যান্ডের ঐতিহ্য। এটি জাতীয় ঐক্য জোরদার করতে সহায়ক বলে রাজ পরিবারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।  

No comments:

Post a Comment