Tuesday, July 10, 2012

সৌদি প্রিন্সেসের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা

 সৌদি আরবের এক প্রিন্সেস নিজের দেশে নিরাপত্তার হুমকির প্রেক্ষিতে বৃটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। ডেইলি মেইল এক রিপোর্টে জানিয়েছে, সৌদি শাসকের ভাতিজি প্রিন্সেস সারা বিনতে তালাল বিন আবদুল আজিজ আল সউদ এখন বৃটেনেই অবস্থান করছেন। তিনি দাবি করেছেন, সৌদি কর্তৃপক্ষ এবং তার নিজের পরিবারের সদস্যরা তাকে নানাভাবে হয়রানি করছে। তিনি বলেছেন, সৌদি শাসকদের রাজনৈতিক প্রতিপক্ষকে সহযোগিতা করছেন বলে ভিত্তিহীন অভিযোগে সৌদি কর্মকর্তারা তাকে অপহরণ করে রিয়াদে ফেরত নেয়ার পরিকল্পনা করছেন। প্রিন্সেস সারা এখন চার সন্তান এবং দুটি কুকর নিয়ে লন্ডনের একটি পাঁচতারকা হোটেলে অবস্থান করছেন। তিনি বলেন, বৃটেনে সন্তানসহ তার থাকার মেয়াদ শেষ হয়ে গেছে বলে তিনি এখন সেখানে রাজনৈতিক আশ্রয় চাইছেন। বৃটিশ কর্তৃপক্ষ এখন তার দাবির সত্যতা যাচাই করে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনা করবেন। ডেইলি মেইল জানিয়েছে, ৮০ বছর বয়সী বাবা প্রিন্স তালাল বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে মনোমালিন্যের পর ২০০৭ সাল থেকেই সারা বৃটেনে অবস্থান করছেন। এছাড়া মৃত মায়ের ৩২ কোটি ৫০ লাখ পাউন্ডের সম্পত্তি নিয়েও তার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব চলছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

No comments:

Post a Comment