Sunday, October 21, 2012

ভারতীয় দুই মায়ের কাহিনী



ভারতের দুই মায়ের একই দিনের কাহিনী। এক মাকে তার ছেলে নিয়ে গেলেন হজে। আরেক মাকে হাসপাতালে ফেলে রাখা হয়েছিল। মিডিয়ায় রিপোর্ট প্রকাশ হওয়ার পর তার সন্তানদের টনক নড়েছে। তারা মাকে বাড়ি নিয়ে এসেছে। প্রথম মা জিনাত হোসেন। বলিউড নায়ক আমির খানের মা। আমির খান তাকে কথা দিয়েছিলেন হজে নিয়ে যাবেন। ঠিকই শুক্রবার সন্ধ্যায় তিনি মাকে নিয়ে চলে গিয়েছেন সৌদি আরবে। আর দ্বিতীয় মা মায়া রামানি। ৮০ বছর বয়সী। তাকে একটি সান্তাক্রুজে ভিএন দেশাই হাসপাতালে গত ৩ মাস ফেলে রেখেছিল তার সন্তানেরা। এর মধ্যে তারা তার খোঁজও নেয়নি। আরও কঠিন কথা হলো- হাসপাতালে যাওয়ার আগে মায়া রামানি ছিলেন এক বৃদ্ধনিবাসে। বিহারের ওই বৃদ্ধনিবাসে তিনি থেকেছেন ৪টি মাস। এ সময়ে পড়ে গিয়ে বাম হাতে ক্ষত দেখা দেয়। সেই ক্ষত নিয়ে তিনি ভর্তি হন ওই হাসপাতালে। মায়া রামানির অভিযোগ- ছেলেরা তাকে অস্বীকার করেছে। তাকে তাদের আর কোন প্রয়োজন নেই। এ কথা মুম্বইয়ের একটি পত্রিকায় ছাপা হওয়ার পর তা তার ছেলেদের নজরে পড়েছে। এরপর তাদের টনক নড়েছে অথবা বলা যায় মানসম্মান বাঁচিয়ে রাখার প্রেরণা থেকে তারা ওই হাসপাতাল থেকে মাকে নিয়ে গিয়েছেন বাসায়। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার নিশিগন্ধা ভান্ডারি বলেছেন, শুক্রবার বিকালে তার ছেলেরা হাসপাতালে উপস্থিত হন। তারা তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে গিয়েছেন। তবে হাসপাতালের এক কর্মচারী বলেছেন, এ সময় মায়া রামানির দু’ছেলে নরেন্দ্র ও উমেশ তাদের ধমকিয়েছে। জানতে চেয়েছে সাংবাদিকরা কিভাবে তার মায়ের এ খবর জানতে পারল। মায়া রামানির ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হয়, তারা ভবিষ্যতে তাদের মাকে নিয়ে কি পরিকল্পনা করছেন। জবাবে একজন বলেন, তারা তাকে বেলাপুরে আরেকটি বৃদ্ধনিবাসে পাঠিয়ে দেবেন। তাকে দেখাশোনা করার জন্য শোভা মুলিয়া নামের সার্বক্ষণিক একজন সেবিকা রেখে দিয়েছিলেন তারা। তার বকেয়া পাওনাও মিটিয়ে দেয়া হচ্ছে।

No comments:

Post a Comment