Tuesday, April 24, 2012

সু চিকে ছাড়াই মিয়ানমারের পার্লামেন্ট অধিবেশন






















গণতন্ত্রপন্থি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি এবং নবনির্বাচিত সদস্যদের ছাড়াই গতকাল পার্লামেন্ট অধিবেশন বসেছে। বার্তা সংস্থা এএফপি’র একজন ফটোগ্রাফার জানিয়েছেন, শপথ বাক্যের শব্দ নিয়ে মতবিরোধের কারণে তাদের ছাড়াই সোমবারের পার্লামেন্ট অধিবেশন বসেছে। এদিকে সু চির দাবি মেনে শপথবাক্য পরিবর্তন করতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত ক্ষমতাসীন দল। সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নবনির্বাচিত এমপিদের বয়কটের মধ্য দিয়ে সোমবার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। নিম্নকক্ষের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে গতকাল সু চির রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শপথবাক্য পরিবর্তনের দাবিতে সু চি ও তার দলের এমপিরা পার্লামেন্ট বর্জন করেন। তবে ক্ষমতাসীন ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) মহাসচিব হেতায়ও জানিয়ে দিয়েছেন, শপথবাক্য পরিবর্তনের কোন প্রস্তাব আনা হবে না। তিনি বলেছেন, দেশের উন্নয়নে শপথবাক্যের শব্দচয়ন কোন প্রভাব ফেলবে না। ওদিকে, জাপান সফররত মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েনও সাংবাদিকদের বলেছেন, শপথবাক্য পরিবর্তনের কোন পরিকল্পনা তার নেই। সংবাদ সংস্থা কিয়োদো এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

No comments:

Post a Comment