Tuesday, April 24, 2012

বৃটেন থেকে মোশাররফকে ফিরিয়ে আনতে আইনি জটিলতা






















 বৃটেন প্রবাসী পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ইসলামাবাদ এখন বড় ধরনের বাধার সম্মুখীন হয়েছে। দি এক্সপ্রেস ট্রিবিউন গতকাল এক রিপোর্টে জানিয়েছে, বৃটেনে মৃত্যুদণ্ডের কোন বিধান নেই, অথচ পাকিস্তানে এর প্রচলন থাকায় এটিই এখন দু’দেশের মধ্যে মোশাররফকে প্রত্যর্পণের ব্যাপারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান এবং বৃটেনের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির বিষয়টি একেবারেই বিপরীত মুখে অবস্থান করছে। কারণ এ চুক্তি চূড়ান্ত করার জন্য পাকিস্তান থেকে যে বিচারবিভাগীয় দলকে দায়িত্ব দেয়া হয়েছে, তাদের মধ্যে এ মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে মতবিরোধ রয়েছে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক্সপ্রেস ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। এফআইএ’র আইনজীবী মোহাম্মদ আজহার চৌধুরী বলেছেন, মৃত্যুদণ্ডের বিষয়টিই এখন সবচেয়ে বড় বাধা। বৃটেনের সঙ্গে কোন ধরনের বন্দি বিনিময় চুক্তি সম্পাদন ছাড়া মোশাররফকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। বেনজির ভুট্টো হত্যাকাণ্ড মামলায় এফআইএ’র প্রতিনিধিত্বকারী আজহার চৌধুরী বলেছেন, বৃটিশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানে মৃত্যুদণ্ড বহাল থাকার ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। ২০০৭ সালে নিহত বেনজির ভুট্টোর নিরাপত্তায় অবহেলার অভিযোগে পাকিস্তান পুলিশের তালিকাভুক্ত আসামি হয়ে আছেন মোশাররফ। একটি সন্ত্রাসবিরোধী আদালত তাকে  ফেরারি ঘোষণা করে তার বিরুদ্ধে হুলিয়াও জারি করেছে। সাবেক প্রেসিডেন্ট ২০০৯ সালের শুরু থেকেই স্বেচ্ছা নির্বাসনে লন্ডন এবং দুবাই বাস করছেন। ২০১৩ সালে নির্বাচনকে সামনে রেখে তিনি আল-পাকিস্তান মুসলিম লীগকে নেতৃত্ব দিতে পাকিস্তান আসার পরিকল্পনা করলেও সমপ্রতি সে পরিকল্পনা থেকে সরে এসেছেন। আদালতের পক্ষ থেকে মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে পাকিস্তান ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল। ইন্টারপোল আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এ ব্যাপারে জবাব দেবে বলে মনে করা হচ্ছে। আজহার চৌধুরী অবশ্য আশা করছেন, এসব আইনি জটিলতা অচিরেই দূর হয়ে যাবে এবং বৃটেন মোশাররফকে পাকিস্তানে ফিরিয়ে দেয়ার বিষয়টি বিবেচনা করবে। 

No comments:

Post a Comment