Wednesday, October 3, 2012

অ্যাসাঞ্জের পাহারায় দৈনিক ব্যয় ১১০০০ পাউন্ড

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের পাহারায় ইতিমধ্যে ১০ লাখ পাউন্ড ব্যয় হয়ে গেছে বৃটিশ পুলিশের। এই পাহারার জন্য প্রতিদিন গড়ে ১১ হাজার পাউন্ড ব্যয় করতে হচ্ছে। ডেইলি মেইল জানিয়েছে, অ্যাসাঞ্জ যাতে ইকুয়েডরের দূতাবাস থেকে পালিয়ে যেতে না পারেন তার জন্য দূতাবাসের সামনে স্পেশাল পাহারা বসিয়েছে বৃটিশ পুলিশের বিশেষ শাখা স্কটল্যান্ড ইয়ার্ড। সুইডেনে প্রত্যর্পণে রাজি হচ্ছেন না অ্যাসাঞ্জ। এদিকে বৃটিশ সরকারও তাকে তুলে দেবে না ইকুয়েডরের হাতে। ফলে শেষ পর্যন্ত তাকে পাহারা দিতে কত পাউন্ড ব্যয় করতে হয় বৃটিশ সরকারকে তা এখনই বলা যাচ্ছে না। জুন মাসে জামিনের শর্ত ভেঙে রাজনৈতিক আশ্রয় চেয়ে পশ্চিম লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন সুইডেনের নারী নির্যাতনের মামলায় বৃটেনে আটক অ্যাসাঞ্জ। তারপর থেকে সেখানেই আছেন তিনি। দূতাবাসটি দেশের সার্বভৌম এলাকা হওয়ায় ভেতরে ঢুকে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। বের হওয়া মাত্র তাকে গ্রেপ্তারের কড়া নির্দেশ রয়েছে। তাই দূতাবাসটি বিরামহীনভাবে পাহারা দিয়ে যাচ্ছে সংস্থাটি। এদিকে ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পিন্টো বলেছেন, অ্যাসাঞ্জ চাইলে একযুগ পর্যন্ত দূতাবাসে থাকতে পারেন। সমালোচকরা মেট্রোপলিটন পুলিশকে বলেছেন- অহেতুক ব্যয় না বাড়িয়ে পাহারা তুলে নেয়ার জন্য। 

No comments:

Post a Comment