Tuesday, October 2, 2012

নতুন ঝড় তুলেছে কেটের নগ্ন ছবি


আবারও ঝড় তুলেছে হবু বৃটিশ রানী কেট মিডলটনের নগ্ন ছবি। তবে এবার আর টপলেস নয়, তার একাধিক বটমলেস ছবি ছেপেছে ডেনিশ সেলিব্রেটি ম্যাগাজিন সি অগ হর (সী অ্যান্ড হেয়ার)। আক্ষরিক অর্থে কেটের টপলেস ছবি তুলে নেয়ার মাত্র কয়েকদিনের মাথায় বটমলেস ছবি নিয়ে হাজির হলো ম্যাগাজিনটি। পিটিআই জানিয়েছে, ৩০ বছর বয়সী কেটের বটমলেস ছবিগুলো তোলা হয়েছে স্বামী উইলিয়ামের সঙ্গে ফ্রান্স ভ্রমণের সময় বিকিনি পাল্টানোকালে। এমনকি ছবি ছাপানোতে অন্য সব ম্যাগাজিনকে ছাড়িয়ে গেছে সি অগ হর। ১৬ পৃষ্ঠা শুধুমাত্র স্পেশাল ছবি দিয়েই ছাপা হয়েছে ম্যাগাজিন। যার মধ্যে তিনটি ছবি বিকিনি পাল্টানোর সময় সামনের দিক থেকে নেয়া। এছাড়া বিকিনি পাল্টানোর আরও অনেক ছবি স্থান পেয়েছে ছাপানো পাতায়। মজার বিষয় হচ্ছে আইনি লড়াইয়ের হুমকিকে উড়িয়ে দিয়ে ম্যাগাজিনটির প্রধান সম্পাদক কিম হেনিং সেন বলেছেন, এই ছবিগুলো কে বিক্রি করেছে তা বলবেন না তিনি। এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর একজন সেলিব্রেটির অপূর্ব সব ছবি। আমার চাকরিই হচ্ছে এগুলো প্রকাশ করা- দাবি হেনিং সেনের।

No comments:

Post a Comment